Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো।

সাংগঠনিক কাঠামো।

 

উখানি কাযালয়, মনোহরগঞ্জ, কুমিল্লার সাংগঠনিক কাঠামো:- ০২ (দুই) ভাগে বিভক্ত, যেমন:- 

 

০১।  অফিসের জনবল কাঠামোঃ-

           অফিস প্রধানের পদবি- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, তাঁকে সহায়তা করার জন্য রয়েছে  ০১ (এক) জন খাদ্য পরিদর্শক, ০১ (এক) জন  

          উপ- খাদ্য পরিদর্শক, ০১ (এক) জন  অফিস সহকারী, এবং ০১ (এক) জন খন্ডকালীন ঝাড়ুদার।

 

০২।  আওতাধীন অফিস কাঠামো:- মনোহরগঞ্জ উপজেলায় কোন স্থানীয় খাদ্য নেই। ফলে পার্শ্ববর্তী  উপজেলার দৌলতগঞ্জ খাদ্য গুদাম, লাকসাম হতে মালামাল উত্তোলণ করেন স্থানীয় এলাকাবাসী।

           দৌলতগঞ্জ খাদ্য গুদাম, লাকসাম এর কাঠামোে ০৩ (এক) টি  ( এক হাজার পাঁচশত মেঃটনের )  স্থানীয় খাদ্য গুদাম রয়েছে।  গুদামে ০১ (এক) জন খাদ্য    

       পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে পালন করছেন।  তাহাকে সহযোগিত করার জন্য রয়েছেন ০১ (এক) জন সহকারী -উপ-  

       খাদ্য পরিদর্শক এবং ০৩ (তিন) জন নিরাপত্তা প্রহরী ।  এবং ০১ (এক) জন পরিচ্ছন্নতা কর্মী / খন্ডকালীন ঝাড়ুদার। 

 

        সবাইর খাদ্য নিরাপত্তা ও আপদকালীন খাদ্য শস্য মজুদ করা, এবং খাদ্য নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে সবাই।