Wellcome to National Portal

 উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, মনোহরগঞ্জ, কুমিল্লা কার্যালয়ের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ ০১/০১/২০২৩ ইং তারিখ হতে মনোহরগঞ্জ উপজেলায় ০২ জন ওএমএস ডিলারের মাধ্যমে দুইটি বিক্রয়কেন্দ্রে দৈনিক ২.000 মেঃ টন খোলা বাজরে চাল বিক্রি কার্যক্রম চালু আছে। ( শুক্রবার ও শনিবার বন্ধ)।
বিস্তারিত

আজ থেকে মনোহরগঞ্জ উপজেলায় দুইজন ডিলারের মাধ্যমে এক মেঃ টন করে চাল বিক্রি চালু করা হয়েছে। মনোহরগঞ্জ উপজেলার, কলেজ রোডে মনোহরগঞ্জ সদর বাজার ( বাজার ব্রীজের উত্তর পার্শ্বে) মেসার্স বাবুল স্টোর, প্রোঃ মোঃ ইসমাঈল হোসেন বাবুল এর দোকান  থেকে প্রত্যেক সাধারণ ভোক্তা এবং টিসিবির কার্ডধারীগণ অগ্রাধিকার ভিত্তিতে ( আগে আসলে, আগে পাবেন) চাল বিক্রয় করা হচ্ছে।

আরেকটি বিক্রয় কেন্দ্র মনোহরগঞ্জ উপজেলার  বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে মেসার্স কালাম এন্টারপ্রাইজ, প্রোঃ মোঃ রাশেদুজ্জামান মানিক এর দোকান।

প্রতি কেজি চাল ৩০/- টাকা দরে, জনপ্রতি ০৫ কেজি চাল কিনতে পারবেন।

ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
31/12/2022
আর্কাইভ তারিখ
05/03/2023